Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২৪

পণ্যের মান নিয়ন্ত্রণ

ই আর এল-এ একটি অত্যাধুনিক পেট্রোলিয়াম পণ্য পরীক্ষাগার আছে যা কোয়ালিটি কন্ট্রোল বিভাগ দ্বারা পরিচালিত হয়। ই আর এল-এর উৎপাদিত পণ্যের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে কোয়ালিটি কন্ট্রোল বিভাগ নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করে থাকে। এই বিভাগ অত্যন্ত সুনামের সাথে সারাদেশের পেট্রোলিয়াম পণ্য যাচাইকরণের কেন্দ্র হিসেবে কাজ করে আসছে। পণ্যের গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে যেকোন ধরণের চ্যালেঞ্জ মোকাবেলায় একদল দক্ষ টেকনিশিয়ান এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ল্যাবরেটরি সর্বদা প্রস্তুত থাকে। আমরা এ এস টি এম, ইউ ও পি এবং আই পি নির্ধারিত টেস্ট পদ্ধতি অনুসরণ করে থাকি। এই ল্যাবরেটরীতে---

- পেট্রোলিয়াম পণ্যের প্রায় ১৪০ টিরও বেশি পরীক্ষা করা সম্ভব,

- ৩০ টিরও অধিক ওয়াটার এনালাইসিস করা সম্ভব,

- অসংখ্য মেটালিক ও কেমিক্যাল টেস্ট করা সম্ভব,

- ক্রুড ওয়েলের সম্পূর্ণ এনালাইসিস এবং গ্যাস কন্ডেন্সেটের এনালাইটিক্যাল পরীক্ষা করা সম্ভব।

ই আর এল-এর কোয়ালিটি কন্ট্রোল বিভাগে দেশের বিভিন্ন কোম্পানী, কারখানা এবং স্থান থেকে নির্ধারিত চার্জের বিনিময়ে পেট্রোলিয়াম পণ্যের গুণগত মান যাচাই করা যায়। পরীক্ষার ভিন্নতার উপর নির্ভর করে ৯ টি ল্যাবরটরি সমন্বয়ে কোয়ালিটি কন্ট্রোল বিভাগ গঠিত। এর মধ্যে জেট পেট্রোলিয়া ল্যাব, বিটুমিন ল্যাব, ওয়াটার এনালাইসিস এবং ইনঅরগানিক ল্যাব,স্পেশাল ল্যাব-১, স্পেশাল ল্যাব-২, সি এফ আর ল্যাব, ডার্ক রুম, ক্রোমোটোগ্রাফ রুম ঊল্লেখ্য। গুরুত্বপূর্ণ যন্ত্রাদির মধ্যে ঊল্লেখ্য: 

 

সি এফ আর ইঞ্জিন, টি বি পি এপারেটাস, রিডিউসড প্রেশার এপারেটাস, সালফার এপারেটাস (ল্যাম্প, হাই টেম্পারেচার মেথড, ল্যাব-এক্স, রানে-নি), বম্ব-ক্যালোরিমিটার, রোটারি ইভাপোরেটার, কার্ল-ফিশার এপারেটাস, মাইক্রো সেপারেটর ইত্যাদি।